কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
ব্যতিক্রমী আকাশ চায় ওরা
আমি চাই তোমাকে আঁকড়ে থাকতে প্রিয়তমা;
ওরা চায় মঙ্গলের বাতাসহীন রুক্ষতায় বাসা বাঁধতে
তোমার মাটিতেই আমি ভালবাসা খুঁজে পাই।
মেশিনের তৈরী কেঁচকী মাছেরা তো আর লাফাবে না,
তোমার গাঁয়ের জেলেদের ধরা মাছগুলো আমায় দেবে তো
উৎপাদিত শব্জি আর ধনে পাতায় পাতায় ভোরের শিশির গুলো
নতুন শীতের প্রথম কাঁচা মরিচের সুঘ্রাণ
অথবা কাদা-জলে মাখামাখি আমার সকাল বেলা?
প্রিয়া তোমায় ধ্বংস করার প্রতিযোগিতা এখন দিকে দিকে
কে কত দ্রুত উড়িয়ে দিতে পারবে ধুলিকণা তোমার
যেন সৌর পেরিয়ে মহাশূন্যেরও ওপারে
হাতের কর-এর গুণে রাখে শক্তিমাতাল
'কতবার তোমায় হত্যা করতে পারবে সঞ্চিত বিধ্বংসীতে'!
আমি কখনো আঁকড়ে ধরি তোমার মাটি; তোমার আঁচল
শুঁকি ঘ্রাণজ আমার সবটুকু উজাড় করে
জন্মদিনের সে মৌ মৌয়তা তোমার বুকের গভীরে
ভাবতে চেষ্টিত হই কান পেতে-
সময়ের সীমানা মাড়িয়ে দিনে দিনে আমরা কি করছি অর্জন?
অথবা নতুন পাওয়াগুলো জীবনের কাছাকাছি আসছে বলে
হারিয়ে যাচ্ছে বিগত খাতার সকল দেনা-পাওনারা?
এ যেন মরণের ধারাপাত!
কেউ ফিরে আসে না! কেউ না...
বিগত উত্তরসূরী
বিগত দিন
বিগত সভ্যতা
বিগত পৃথিবী
সবাই মরে যাচ্ছে যেমন করে আমিও মরে যাব একদিন
সেদিন তোমাদের সকলেই ছুটে যাবে নতুন পাওয়ার আকাংখায়
মাড়িয়ে দু'পায়ে আমার গলিত লাশ!
যদি কেউ ভুল করে ঠুকে দেয় একখানি ফলক
যেখানে লেখা থাকবে-
"সভ্যতার উন্নতিতে হারিয়ে যাওয়া প্রাণ অথবা প্রজাতি"।
১৩.০৮.২০০৭
মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য কৃতজ্ঞ যেখানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।