সীমার মাঝে অসীম
--- এস.এম. হাসান
এক পলকে হৃদয় জুড়ে
বইল জোয়ার কিসের?
আশার তরী পাল তুলেছে দূরে
জাগল তৃষা প্রাণের।
হঠাৎ আবার মিলল দেখা
সন্ধ্যা তারার ছায়ে,
লাগল মনে সুখের ছোয়া
সরলতার দায়ে।
কিরূপ তাহার ডাগর নয়ন
হৃদয় ছুঁয়ে যায়,
মিষ্টি হাসির আপ্যায়ণ
মন ভুলিয়ে দেয়।
নীল আকাশের মাঝে যেন
সাদা মেঘের মেলা,
সীমার মাঝে অসীম হেম
তাহার খোঁজে কাটল আমার বেলা।
আমার ঝর্ণাধারা
--- এস.এম. হাসান
পুষ্পিত এই কুসুম কানন
মালি কেহ নাই,
প্রথম দেখার ফালগুনে মন
উদাস হল তাই।
বিরহে মন ভাঙে যদি?
দোসর কেহ নাই,
জোয়ার এলে ভরা নদী
উথলে ওঠে তাই।
চাঁদের সাথে জ্যোৎস্না প্রেমে
উপমা কিছু নাই,
পূর্নিমা রাত ব্যাকুল করে
আমার মনও তাই।
পাহার মাঝে ঝর্ণা ছাড়া
স্নিগ্ধ কিছুই নাই,
আমার মাঝে তুমি ছাড়া
সাহারা মরু তাই।
মহাপ্রাণে
--- এস.এম. হাসান
প্রথম দেখেছি নয়ন মাঝে
গভীর প্রেমের বান,
মুছকি হাসির মিষ্টি ছোয়ায়
জুড়িয়ে গেল প্রাণ।
ক্ষনিক দেখার মধুর ক্ষণ
দুই নয়নে ভাসে,
হৃদয় মাঝে তোমার প্রেমের
ভরা জোয়ার আসে।
নঙর করা তরী খানা
ছুটলো কিসের পানে,
সাগর থেকে মহা সাগর
তোমার মহা-প্রাণে।
তোমার প্রেমের ঝড়ের মাঝে
আমার কিসের ভয়?
তোমার মাঝে বিলীন হলে
আমার হবে জয়।
অমূল্য তোমার রূপ
--- এস.এম. হাসান
মিষ্টি মধুর হাসির মাঝে
মুক্তা ঝিলিমিলি,
কাজল-কালো আঁখির মাঝে
হারায় বনমালি।
হরিণী নয়নের কোমল দৃষ্টি
আমার মন কাড়ে,
সুখের জোয়ার হইল সৃষ্টি
দুই ঠোটের পাড়ে।
চাঁদের সাথে হয় না তুল্য
তাঁহার বদনখানি,
প্রেমের দামেও অমূল্য
আমি তাহাই মানি।
সুস্মিতা
--- এস.এম. হাসান
দেখেছি প্রথম, রাতের আলোয়-
মনের আকাশে ঝড় বইল
এক অচেনা শিহরণে কাটল সে রাত
এর পর জাগল তৃষা প্রাণে,
মরিতে চায় এই প্রাণ প্রিয়ার দর্শনে।
নোনা ধরিয়ায় সেই মিষ্টি
স্রোতিস্মিনি ঝর্ণা ধারা বহে ছন্দ ময়,
অতপর এক গোধূলী লগ্নে-
তাহার দর্শনে রক্তিম হল এই মন,
সন্ধ্যা বেলার আবছা আলোয়
মিষ্টি হাসি হৃদয় ছুয়ে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।