- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
মনের দেখায় চোখের ভাষায় বুঝি
নির্ঘুম কেটেছে সারাটি রাত-
চাঁদের কৌতুহল- সঙ্গোপনে উঁকি দেয়,
তারাদের তো অজানা নয়,
এই মন দেয়া-নেয়া তোমার আমার।
মানবেরা দৃশ্যত তোমায় দেখে
অদৃশ্য আমায় জানে না কেউ,
যেমন অজানা আমাদের প্রেম!
অদৃশ্য আমি সবার অগোচরে
মনের দেখায় চোখের ভাষায় বুঝি
নির্ঘুম কেটেছে সারাটি রাত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।