- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
আমার কথা
অবুঝ তুমি, বুঝো না!
হৃদয় শুধু তোমার স্মৃতির বসতি।
যা আগলে রেখেছি হায়,
নিজের তো কিছু নেই-
সর্বস্ব সঁপেছি শুধু তোমায়।
নির্ঘুম তাই প্রতিটি রাত-
চোখ কেমনে বুজি বলো, থাকি
তোমারই প্রতিক্ষায়- যদি আসো!
হৃদয় ভেঙে তোমার
কী পাবো আমি, বলতে পারো?
তোমার স্মৃতিরা খেলা করে
নির্ঘুম কেটেছে সারাটি রাত
চাঁদ দেখেনি,
তারাদেরও অজানা-
শুধু তোমায় দিয়েছি এ মন
যেমনটি নিয়েছি তোমার।
বেঁচে থাকার অজুহাত শুধু তুমি
কেনো তবু অবুঝ থেকে যাও!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।