প্রিয়তমের জন্য প্রিয়ার প্রচেস্টা দিনরাত পরিশ্রম একটা শুকনে মেয়ের ক্লিনিক থেকে বাসা বাসাথেকে আবার শিক্ষাপ্রতিস্ঠানে আর একটু যদি ডাক্তারি বিদ্যার্জন করা যায় সেই চেস্টায় তার চেয়ে বেশি আকুতি বিধাতার কাছে যদি প্রয়তম একটু ভালো রেজাল্টকরে এমবিএ টায় তয় আর কি? একটা বেকার সূদশনকে বিয়ে করেছে প্রিয়হৃদয়ের টুকরা ভেবে সেই টুকরাটা একটা ভালো চাকরিপাইলে তারা একটা প্রজন্মের চিন্তাকরবে । আজ সেই সূদর্শন বেকারটার একটা চাকরি হইছে । তারা দুজন আমার খুব কাছের বন্ধু। আমার মনে হয় এটা আমার বন্ধুটার সুধু কর্মসংস্থানের বিষয় নয় ডাক্তার মেয়েটার বিজয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।