আমি সত্য জানতে চাই সমান অধিকার ! (ছড়া)
নারী পুরুষ বাড়ছে বিভেদ,
চাইছে সমান অধিকার।
ধর্মে আছে সঠিক নিয়ম,
অভাব শুধু বুঝিবার।
এক পুরুষের স্বাক্ষী সমান
নারীর স্বাক্ষী দুই জনার।
দুই নারীর মর্যাদা পায়,
পুরুষ স্বাক্ষী একজনের।
সৃষ্টি কর্তার বিধান এটি
কেন মিছে বিভেদ ভাই।
সৃষ্টি যাহার বিধান তাহার
এ সত্যটি মানা চাই।
অজ্ঞতায় না বুঝিলে
সত্য কী আর মিথ্যা হয়,
থাকবে নিজের অবস্থানে
কারো সাথে বিরোধ নয়।
থাকলে নিজের অবস্থানে
দৃঢ় হয় অধিকার,
বেশী কিছু পেতে গেলে
বেড়ে যাবে অত্যাচার।
নারী মাতা, নারী প্রিয়া
সকলেরই জানা তা,
তসলিমারা বিবাদ করে
নষ্ট করে সমতা।
নারী পুরুষ বন্ধু সবার
শত্রু কেন ভাবতে হবে?
ভালোবাসায় সংসারটা
স্বর্গ সুখে ভরে রবে।
প্রকাশ কালঃ
ঢাকাঃ সোমবার, ০৮ জুলাই'২০১৩ইং
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।