নামাজ শেষে সবাই ব্যাস্ত কোরবনি দিতে। কিন্তু ভাই কোরবানিতো দিলেন, মনে আছে সমান তিন ভাগের কথা। এক ভাগ নিজের,এক ভাগ প্রতিবেশির আর এক ভাগ আত্বীয়-স্বজনদের। হিসাবে কিন্তু ভুল করবেন না। নয়তো গোস্ত খাওয়া পর্যন্তই শেষ,কোরবানি কিন্তু হবেনা। আমার দেখা কয়েকজন মানুষ আছে যারা কোরবনির পর ভাল টুকু ফ্রিজে ঢোকায় কিম্বা আত্বীয় বাড়ি পাঠায় আর গরীব দুখিতে ভাগ্যে পড়ে হাড়ের এক টুকরা। তাই ভাই খুব সাবধান...............সবাইকে ঈদ মোবারক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।