সব কিছুর পর ও জীবন টা অনেক সুন্দর! সিলেট শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নে গতকাল আলুরতলের কথিত ভান্ডারী নামক ভন্ডপীরের আস্থানা গুড়িয়ে দেওয়ার অভিযোগে দুই শতাধীক মুসল্লীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
জানাগেছে, সিলেট সদর উপজেলার শাহপরান থানার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলুরতল এলাকায় কিছুদিন যাবত তথাকথিত ‘মাইজভান্ডারী’ খানকার আড়ালে চলে আসছে, ধর্ম ও সমাজ বিরোধী কর্মকান্ড। শিরিক ও কুফুরী আক্বিদায় বিশ্বাসী এক ভন্ড পবিত্র ইসলাম ধর্মের কথাবলে মূলত সরল মনা নারী-পুরুষ ও যুবক যুবতীদের বিপথগামী করছে বলে অভিযোগ রয়েছে। জানাযায় আলুরতল নিবাসী জনৈক আবুল মিয়ার ছেলে মাইজভান্ডারির অনুসারী সায়েস্তা মিয়া নিজবাড়ীতে আধ্যাত্মিক খান্কার আদলে নানা অপকর্ম চালিয়ে আসছে দীর্ঘ দিন যাবত । ছেলের সমাজ ও ধর্ম বিরোধী এসব কর্মকান্ডের কারনে তাঁর পিতা অতিষ্ট হয়ে এলাকার বিশিষ্ট মুরুব্বীদের নিকট লিখিত অভিযোগ করেছেন।
পিতার অভিযোগ ও সামাজিক কারনে এলাকাবাসী সায়েস্তাকে সৎপথে চলে আসার আহবান জানান। এলাকার বিশিষ্ট আলেম উলামা ও মসজিদের ইমামগনের আহবানে সে সাড়া না দিয়ে ভন্ডামী চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে এলাকায় ধর্মপ্রাণ মুসল্লীদের আন্দোলন তীব্র হয়ে উঠে। লাগাতার কয়েকদিনের নিয়মতান্ত্রিক আন্দোলনে কোন ফলাফল না পাওয়ায় অবশেষে ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনতা গতকাল রোববার বিকেলে কথিত মাইজ ভান্ডারীর ভন্ডপীরের আস্থানা গুড়িয়ে দেন। একর্পযায়ে বিক্ষুদ্ধ জনতা খানকায় আগুন ধরিয়ে দিলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে ।
এই ঘটনায় দুই শতাধিক মুসল্লীর বিরুদ্ধে শাহপরান থানায় মামলা দায়ের করা হয়। এই মামলার প্রেক্ষিতে গত রাতে তিন জনকে গ্রেফতার করা হয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।