বন্ধ জানালা, খোলা কপাট !
মাষ্টার বাবার মাজার যেমন দেখলাম !
***************************
মাষ্টার বাবা ! এই ভদ্রলোক জীবিত অবস্থায় মাষ্টার ছিলেন কিনা জানা যায় না । তবে, তিনি যে Rothmans সিগারেট খুব খেতেন (সেবায়েতদের ভাষ্যমতে এখনও রাতে উঠে খান ) তা বুঝা যায় !
বায়েজীদ বোস্তামীর মাজারের যেখানে আগুন জ্বালিয়ে ওম নেয়া সুলতান বায়েজীদের স্মৃতিকে জাগরুক রাখতে এখন এই এতো শত বছর পরও নিয়মিত ধোঁয়াদের ওড়াওড়ি,সেখান থেকে পাহাড় ঢালু হয়ে নেমে গেছে । সেই ঢালু পাহাড়ে ইটের পর ইট বসিয়ে রাস্তা তৈরি করা হয়েছে,দর্শনার্থীদের যাতায়ত সুবিধা মাথায় রেখে । সে রাস্তা দিয়ে শেষ মাথায় সমতলে নেমে গেলেই 'মাষ্টার বাবার মাজার'। সেইখানে শুয়ে আছেন গ্রীল বদ্ধ মাষ্টার বাবা !
মাষ্টার বাবা গ্রীল বদ্ধ হয়ে আছেন,কারণ তিনি নীরবতা পছন্দ করেন (সেবায়েতের ভাষ্য)! দর্শনার্থীদের ভীর তার পছন্দ না, এই কথা নাকি তিনি তার প্রধান সেবায়েতকে স্বপ্নে বলেছেন ।
তাই এই বাবার কবরের পাশে কেউ যেতে পারেনা । শুধু দালান (মাজার) ঘরের বাইরে থেকে বাবার শয়ন (কবর) দেখে দর্শনার্থীদের সন্তুষ্ট থাকতে হয় ।
তাই বলে আশাহত হবার কিছু নেই ! ভ্রমণকারীদের (দান-খয়রাতের) পয়সা কিন্তু ঠিকই উসুল হয় যায়,সেখানকার বিনোদন ব্যবস্থায় !
কৌতূহলীরা হয়তো কান খাড়া করে দিয়েছেন,মাজারের ভেতর আবার বিনোদনের ব্যবস্থা কি ! ব্যাপার হলো, প্রবেশ পথেই একজন খাদেম বাবার পছন্দের ব্যাপারে আপনাকে সতর্ক করে দেবেন ! বাবা নীরবতা পছন্দ করেন তাই একদম হৈ-হুল্লুর বা নিজেদের মধ্যে কথোপকথন চালানো যাবেনা । এও বুঝিয়ে দেয়া হবে,'ইনি অত্যন্ত গরম বাবা'। ইনার অপছন্দের কাজ করলে অভিশপ্ত হবেন !
তো চুপচাপ আপনি গেলেন মাজারের ঘরের পাশে ! প্রথমেই চোখে পড়বে সাদা ধবধবে (দেখলেই ঘুম পায় এরকম) আরামদায়ক এক বিছানা ।
তার উপরে Rothman cigarette- এর সাদা-নীল প্যাকেট আর ম্যাচবক্স ! তখুনি আপনি কৌতুহল মেটাতে প্রশ্ন করতে চায়বেন কাওকে- 'ঘটনা কি ?' কিন্তু তার আগেই খাদেম আপনাকে ইশারা করবে চুপ থাকতে ! এরপর খেয়াল করবেন ঘরের এক পাশে অন্ধকার মত জায়গায় বাবার কবর ।
এইটুকুই ! এরচে বেশী কিছু নেই দেখার । কিন্তু মজা এখনও শেষ হয়ে যায়নি । আপনার কৌতুহলী মন গেইট দিয়ে বেরুতেই, দান বক্সের সাথে বসা খাদেমের কাছে জানতে চায়বে,-'সিগারেট এ্যন্ড দেয়াশলাই রহস্য !' জনাব খাদেম সাহেব বিজ্ঞের মত হাসবেন । চোখে-মুখে বিজ্ঞতা ভাব ফুটিয়ে বলবেন-
"বাবারতো খুব সিগারেটের নেশা ।
Rothman cigarette আবার ওনার খুব প্রিয় । প্রতি রাইতেই সিগারেটের নেশা হইলে তেনায় উঠেন । বিছানায় বসে মনের আনন্দে ধুমপান করেন । নেশা মিটলে আবার গিয়ে কবরে শুয়ে পড়েন !"
প্রিয় পাঠক ! আমি মন্তব্য করবনা । মন্তব্য যা করার আপনার করেন ।
"আপনারাই ভাইবা লন,কি বলবেন,-'সুবহানাল্লাহ !' না 'নাউযুবিল্লাহ !'
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।