আজ আমার মন ভাল নেই
তিন নেতার স্মৃতিসৌধের পাশে আছে মাজার ধরনের একটি কবর। মুনতাসীর মামুন বলেছেন, এটি জটাধারী এক ফকিনীর কবর। হাকিম হাবিবুর রহমান ও তার বই্য়ে লিখেছেন 'এখানে একজান হিন্দু জটাধারী মহিলা এক পুরুষের সাথে থাকতো। মহিলাটি ছাগল ও মেষ চরাতো, গাজা খেতো এবং লোকদের খাওয়াতো, সে এখানে একটি কুড়েরঘর বেধে থাকতো। তার সাথের পুরুষটির মৃত্যুর পর শহরের ছন্নছাড়া লোকের এখানে এসে ভিড় করতে লাগলো।
ফকিরনী স্বীয় ধর্ম ত্যাগ করেছে বলে তার মৃত্যুর পর কনো হিন্দু তার শেষকৃত্যের জন্য আসেনি। তার গাজার আসরের মুসলমান বন্দুরাই তাকে কবর দেয়। টিকাটলি মোড়ের মাজারটিও কনো বু্জু্র্গ ব্যক্তির কবর নয়। সাধরণ অজানা একটি কবর। ওই এলাকায় বাস করতেন গরিব মুসলমানরা।
তাদের কিছু কবর ছিলো ওখানে। মুনতাসীর মামুন লিখেছেন, 'এক হিন্দু ভদ্রলোক জায়গাটি কেনার পর সে কবর গুলি বিলিন হয়। শুধু বাড়িওয়ালা নিজ বাড়ির সীমানা থেকে আলাদা করে একটি কবর পাকা করে দেন। সেটিই কাল ক্রমে টিকাটলি মাজার পরিণত হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।