মিথ্যে কেন সে আশংকা করো মিছেই কেন আমায় দোষারোপ কর? কেনই বা এত অভিমান কেনই বা এত সংশয়। কেনই বা এত তুচ্ছ ভাব আমার সে পরিণয়! অতীত গুলো যাও ভুলে যাও সমুখপানে চাও হৃদয় সাগরে মম ভাসাও মন পবনের নাও। চাতক এ চোখে রাখ চোখ চোখ কি বলে দেখ। হাতে রাখ হাত দৃপ্তচিত্তে গড়ে যাও সখি আলো আধারীর মধু রাত। প্রেমার্ত এ বুকে পাত কান সেথায় তুমি শুনতে পাবে প্রণয়ের আহবান। মনের কথাটি জান। মনে মনে এ মন মান । তোমার প্রেমে ব্যাকুল এ প্রাণে সুখের পরশ দানো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।