কতো সুন্দর, কতো মধুর সে অনুভূতি,
তা প্রথম বুঝলাম তোমায় দেখে।
একটা ঝাঁকুনি দিয়ে সে অনুভূতি যখন শিরদাঁড়া দিয়ে বয়ে যেতে লাগল,
থামাতে পারিনি তাকে;
নাকি থামাতে চাইনি?
কি যে অদ্ভুত ছিল সে ক্ষণ! এক পলকেই যেন পুরোটা পৃথিবী বদলে গেল আমার।
সবকিছুই যেন উৎসবে মুখরিত, চারিদিকটা যেন সতেজ হয়ে উঠেছে,
প্রকৃতি যেন ইশারায় কিছু বলতে চায় আমায়।
দিনরাত মিশে গিয়ে এক অপূর্ণতায় আমার সবকিছু যখন একাকার,
ভাবি তখন, প্রতি মুহূর্তে মনের যে আকুতি, যা বিস্ফোরিত হচ্ছে আমার ভেতর,
সে কি টের পাচ্ছেনা কেউই?
সঠিক উত্তর হল, না। কারণ আমি নিজেকেই লুকোনোর চেষ্টা করে চলেছি।
এ যে আমার প্রথম ভালোবাসা।
তুমি সব জানো, কেন তবে এভাবে চোখ ফিরিয়ে নাও?
চোখে শুধুই তোমার চেহারা ভাসে। জানি না, কখনো পারবো কিনা তোমায় ভুলতে।
সে মধুর অনুভূতি ভুলতে পারব কিনা, তাও জানি না।
তোমায় দেখলে ফ্যালফ্যাল করে চেয়ে রই শুধু।
তুমি তো সব জানো, কেন তবে এ ভালোবাসা সার্থক হবে না?
প্রতি মুহূর্ত যখন উজাড় করেছি তোমায় ভালোবেসে,
দেখেছি ওদেরও হাতে হাত ধরে হেঁটে যেতে বহুদূর।
ওদের ভালোবাসায় নেই কোন বাঁধা।
আমিই কেন তবে এমন কাঙ্গাল হয়ে রইলাম?
আমার ভালোবাসা বুঝি এতই তুচ্ছ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।