আমাদের কথা খুঁজে নিন

   

তুচ্ছ ঘুড়ি...

সময়ের সাথে যুদ্ধে এক রক্তাক্ত যোদ্ধা আমি...
আপুটার লেখা: Click This Link আমার লেখা: তুচ্ছ সেই ঘুড়ি আমি, নেইকো আমার ভয় মেঘকন্যার কোমল পরশ অলভ্য যে নয়,,,, হৃদয় ভরা কষ্ট, তবু মানবো না হার আমি ভালোবাসার হাতছানি আজ সবার চেয়ে দামি। মেঘকন্যা কোন আকাশে থাকবে তুমি বসে? বৃষ্টি হয়ে পড়বে ঝরে থাকবে না আর দিশে.... বৃষ্টি ভেজা হয়ে আমি ছোঁব তোমার হাত, আসুক যতই ঝড়বাধা আর আঘাত-প্রতিঘাত। অবশেষে আজ আমিও যাব হয়ে শেষ, ফেলে যাব এই জীবনের তুচ্ছ ঘুড়ির বেশ। আসব ফিরে নতুন করে রাজকুমারের বেশে হৃদয় ভরা স্বপ্ন নিয়ে মেঘকুমারীর দেশে... আজকে না হও, সেদিন তুমি হবেই হবে আমার আসবে সময় আবার তোমার আকাশ থেকে নামার। সেদিন তুমি আমার হবে, স্বপ্নভরা চোখে চিনবে আমায় সেদিন সবাই, তোমায় আমায় দেখে। ইচ্ছে নামের একটা ঘুড়ি, ভয় করেনা কভু ভেঙে পড়ে, দুমরে মরে, হার মানেনা তবু। অবশেষে জয় আমারি এই যুদ্ধের শেষে ঝড়ের আকাশ সাজে নতুন রামধনুকের বেশে......
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।