জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।
কিছু স্বপ্ন রেখে যাই আগামী দিনের
বন্ধুদের তরে, থরে থরে পথ-মাঝে;
একদিন শোধ হবে জীবন ঋণের
সব চাওয়া-পাওয়া বিষাদের সাঁঝে।
এইখানে ভালোবাসা অর্থহীন রাগ
ধুসর লহরী তুলে সুদূরে হারায়,
অর্থের নিক্তিতে মেপে যায় অনুরাগ,
আপন গন্তব্যে হাঁটে পিছে নাহি চায়।
স্বপ্নের কোমল দেহ নিয়তই পিষ্ট
হয় কামনার ঘায়ে, বিমল প্রাণের
সমুদয় আরাধনা পড়ে থাকে ক্লিষ্ট
বদনে পথের মোড়ে, জীবনের জের।
আমার অবর্তমানে তুমি তুলে নিও
সকল সৌন্দর্য বাণী, হে অচিন প্রিয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।