আমাদের কথা খুঁজে নিন

   

অচিন সে রথ।

http://www.paybox.me/r/rihan

নিথর শরীরে সাদা কাফন জড়াইয়া চলিয়া যাইবো এক দিন, আলোর ভুবনের সমাপ্তি শেষে, শুরু হইবে অন্ধকারের দিন। আপন পর সকলে মিলিয়া কান্নার মাতম তুলিয়া, কলেমার রোলে লইয়া যাবে আমায় মরণ কাঠের ভেলায় চড়াইয়া। কাঁদিবো আমি, ডাকিবো তাহাদের, কেউ শুনিবে না আমায়, সকলেই শুধু বলিবে জপিয়া-- বেহেশতো তোমায় নসিব করুন পরম করুণাময় খোদায়। সকলে মিলিয়া আমায় ধরিয়া লইয়া যাইবে সে রথে, যে রথের ক্লান্তি নেই, ফিরিয়া আসে না, কেবলই ছুটে যায় চির বিদায়ের পথে। আলোর ঝলসানি, প্রমোদ জীবন, বিশাল অট্রালিকা ছাড়ি, কেমনে আমি বরিয়া লইবো সাড়ে তিন হাত আঁধার বাড়ি। সকলে মিলিয়া আমায় ধরিয়া নামায়ে দিবে সেথায় যখন, ভয়াল আমার প্রকম্পিত চিৎকার কেউ শুনিবে না তখন। মায়ের আঁচল, আমার প্রতাপ কিছুই থাকিবে না সেথায়, কেমনে আমি পড়িয়া রইবো হেথায়, নির্ঘুম নিরালায়। মুনকার নাকির আসিয়া শুরু করিবে যখন সওয়াল জওয়াবের পালা, কোন পুণ্যে আমার রক্ষা হইবে তখন-- ভাবিয়া চলিয়া যায় সারা বেলা। সেই জীবনের কথা ভাবিতে থাকি যখন, কেবলই কাঁদিয়া ওঠে এই হৃদয়, কেমনে ছাড়িয়া যাইবো প্রাণ প্রিয় আপনজন, মায়াময় এই ধরনী, সুশীতল তরুলয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।