যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়।
আজো আমি তার পথ পানে চেয়ে থাকি,বুকের মধ্য এক অচিন কষ্ট নিয়ে।
মাঝে মাঝে ইচ্ছে করে সব কিছু ভুলে আবার স্বাভাবিক হয়ে যাই। কিন্তু আমি তা পাড়িনা,আমাকে তারিয়ে ফেরে তার সব সৃতি। আমি আর দশটা মানুষের মত একটু স্বস্তিতে ঘুমুতে চাই।
আর কত বল তুমি!! এবার আমি সত্তিই অনেক ক্লান্ত হয়েগেছি। জানি কখনোই তুমি আর ফিরবে না,তার পরেও আমার বিশ্বাষ করতে কষ্ট হয়। আমি কি ভাবে পারবো, কি নিয়ে বাঁচবো বাকি দিনগুলি। আজো আধো ঘুমের মধ্য তুমি হটাত এসে হাজির হও,তখন আমি চমকে উঁঠি। কি বলো আমি তা বুঝতে পারিনা!!তখন আমার চোখের কোনে জ্বলের আস্তরন খুজে পাই।
অনেক কষ্ট অনেক!!!
মাঝে খুব ইচ্ছে করে কষ্টের শেষ বিন্দুতে দারিয়ে আবার তোমাকে ছুঁইয়ে আসি একবার।
কষ্টের মাঝে নাকি মাদকতা আছে?
আমি খুঁজেছি অনেক, পাইনি কখনো।
আমি আমার অব্যাক্ত কথা বলতে চেয়েও পারিনি।
আর কখনো তাকে বলাও হবে না তোমাকে!!
তাই আমার বুকের ভিতরে জমে থাকা অচিন কষ্টকে নিয়ে বাকি দিন গুলি পার করার এক প্রয়াস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।