আমাদের কথা খুঁজে নিন

   

অচিন মাঝির নাও

নীরব চোখে সন্ধ্যালোকে খেয়াল নিয়ে করলে খেলা!

চারপাশের মানুষের সুখ আমাকে বড় বেশি দুখি করে ফেলে। নিজের বাধাঁনো ছবির দিকে তাকিয়ে তালাশ করি কোন কোন অংশে লেগেছে দুঃখের বয়ার ! এখন নতুন করে পাবার কিছু নেই হারানোরও নয়, তবু ক্যানো যেন ক্ষত বিক্ষত এ পাঁজরের মধ্যে বিজনে ভাসিয়ে দেয় অচিন মাঝির নাও ! এভাবেই ভেট পাতার খাতায় মুদ্রিত হতে থাকে ব্যর্থ তীরন্দাজের জীবনী। শেষ হবার আগে ধুয়ে নিয়ে যায় জ্যোৎস্না রঙমাখা চোখের আবির। সুখি গ্রহের আছর পরেছে পাহাড়ি মেয়ের ঊর্বসী স্তনে! অবুঝ অপূর্ব ভরা যৌবণ দিয়ে যা সৃষ্টি করলো তা তার-ই রয়ে গেল ! দু'হাত দিয়ে ঢেউ উড়িয়েছি সূর্যকে নেভাতে নিজেকে পুড়িয়েছি !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।