আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নলোকের পাড়ে বানাই স্বপ্নমধুর ঘর।

বাতাসে মেঘের গন্ধ সাথে আমেজ শুভ্রতার, বন্ধু, তুমি হাতটা ধরো যাবো স্বপ্নলোকের পাড়। স্বপন লোকের পাড়ে বানাই স্বপ্ন মধুর ঘর মেঘের নায়ে ভাসবো দুজন, স্বপ্ন তেপান্তর। স্বপ্নরাজ্যে রাজা হবো, মহারানী তুমি, দিবো প্রজাপতির স্বপ্নডানার রঙিন বসনখানি। সন্ধ্যাবেলার স্বপ্নসুরুয রঙ মাখাবে গায় লালচে আলোর অরুপ আভার আলতা পড়ো পায়। স্বপনদোলায় দোলবো দুজন সাজিয়ে ফুলের দোলা দুইটা কোকিল গান শোনাবে, স্বপ্নলোকের বেলা। আঁধার বেলায় চাঁদ ছড়াবে স্বপ্নমধুর আলো কইবো কথা চোখে চোখে, দুজন মিলে ভালো। শুভ্রতার মেঘপালঙ্কে, যবে নিদ্রামগন হবে, চুপি চুপি চুমবো নয়ন, স্বপ্নলোকের ভবে।।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.