তোমার জন্য রাখা আমার স্বপ্নলোকের চাবি, কেউ নিয়ে যায় চুরি করে কেউ করে যায় বাকি। তবু তারে রাখবো বলে তোমার করে একা, রইলো পড়ে চাবি হাতে সিন্দুকের নাই দেখা। জানতে পেলাম তোমার হাতে অন্য সুখের চাবি, আমার বাক্স ও তোমার ঘরে সবই তোমার দাবী। সবই নিলে নিজের করে যা্ওনি কিছু ছেড়ে, একটু কিছু পাবার ছিলো তা্ও নিলে কেড়ে। উৎসর্গ: যারা নিজের সাথে সাথে অন্যদের স্বপ্নসুখ নিয়ে যেতে এতটুকু দ্বিধা করে না। -প্রানান্ত চৌধুরী আকাশ ০৩.১০.২০১১ (জিগাতলা)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।