আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নলোকের সিঁড়ি

খুব ভাল স্বপ্নলোকের সিঁড়ি মাগো এখন নিশুতি রাত, নিস্তব্ধ স্বপ্নীল পৃথিবী, ব্যস্ত নগরী ঢাকার রাজপথ কোলাহল মুক্ত, শরতের মেঘহীন আকাশে সাদা মেঘের ভেলারা ভাসছে, হলের করিডোরে আকাশ পানে চেয়ে দাঁড়িয়ে আমি- এখন শুধু আমি আর কল্পনায় তুমি তোমার মায়াবী চেহারা চোখের পর্দায় ভাসছে বার বার মনের আঙ্গিনা জুড়ে শুধু তোমারি সমাহার, হৃদয়ের সবুজ ডায়রিতে স্মৃতির পা-ুলিপি পড়ছি আমি- এখন শুধু আমি আর কল্পনায় তুমি। কী অপরাধে তোমায় থেকে দূরে সরালে আমায় আমার অব্যক্ত কথা এখানে কাকে সুধায়, করে বলি মা, রান্না স্বাদ হয়নি, লবণ কম হয়েছে, কারণ একটাই মাগো আমি ভিন্ন শহরে ভিন্ন পরিবেশে। মাগো তোমার শূন্যতা আমাকে কাঁদায় বার বার আমার সমস্ত সত্তা চায় সান্নিধ্য পেতে তোমার, গো তোমার বাবু ডাক শুনিনা কত দিন কত রাত তুমি আছ অথচ পাশে নেই,ভাবতে আসে দীর্ঘশ্বাস। মাগো এখনি আমি হারিয়ে যাব ঘুমের রাজ্যে শুধু একটি বার দেখা দাওনা স্বপ্নলোকের সিঁডি বেয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.