আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নলোকের চাবি



স্বপন পারের ডাক শুনেছি জেগে তাইতো ভাবি , কেউ কখনও খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি???? স্বপ্নলোকের চাবি কেউ কখনও খুঁজে পায় কি পায়না সে আমার জানা নেই। স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও জানতে পাননি। তাই তো তিনি বার বার প্রশ্ন করেছিলেন। কেউ কখনও খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি??? সেই স্বপ্নকে জয় করবার অদম্য ইচ্ছে বুকের গভীরে ধারন করে যে অথবা হয়তোবা সে স্বপ্নকে জয়ই করে ফেলেছে তাকেই তো বলে "স্বপ্নজয় " তাইনা?? হুম স্বপ্নজয়, আমার একটা প্রিয় ভাইয়া। Click This Link তার মজার মজার পোস্ট পড়তে পড়তেই তার সাথে পরিচয় হয়ে গেলো ।

আর সে হয়ে উঠলো আমার এক প্রিয় ভাইয়া। সারাটাক্ষণ সে যেসব মজার কথা বলে, যে রকম হাসিখুশী থাকে তাতে আমার মনে হয় তার নামটা স্বপ্নজয় না হয়ে দুঃখজয় হলেই মনে হয় বেশী মানাতো। তবে আরো একটা নাম তাকে দেওয়া যায় , বিশ্বপ্রেমজয় কেউ যেন আবার বেয়াদপী না ভাবে কেনো এই নাম দেওয়া যায় বলছি। একদিন এই বিশ্বপ্রেমজয় ভাইয়াটা আমাকে বললো তার নাকি কন্যা রাশী তাই কন্যারা তাকে এত ঘিরে থেকেছে সারাজীবন আর ভাইয়া নাকি একটার পর একটা প্রেমে পড়েছেই। সাম্প্রতিক কালে ভাইয়ার প্রকাশিত ধারাবাহিক কন্যাজয় উপাখ্যান... Click This Link Click This Link Click This Link Click This Link ভাগ্যিস ভাবীজী এসে শক্ত হাতে হাল ধরেছে নাইলে তো এত দিকে কন্যাদের জয় করতে করতে সে সত্যি সত্যি কন্যাজয় উপাধিপ্রাপ্ত হয়ে যেতো।

যাইহোক আজ আমার এই বিভিন্ন উপাধিতে ভুষিত ভাইয়ার জন্মদিন। কদিন আগে সে আমার জন্মদিনে পোস্ট দিয়েছে বলেই কৃতগ্গতা স্বরুপ নয়, আমি জানি ভাইয়াটা ভেতরে ভেতরে একটা স হ জ সরল শিশুর মত। আসলে ভাইয়াটার মনটা তার বাচ্চা আদিত্যের চাইতে মোটেও বড় হয়নি। তাই কেউ জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলে গেলে ঠোট ফুলাবে। তাই সবাইকেই বলছি যারা জানে ও ভালোবাসে আমার এই ভাইয়াটাকে সবাইকেই অনুরোধ করছি আমার সাথে সাথে তাকে শুভেচ্ছা জানাতে।

হ্যাপি বার্থডে ভাইয়া। শুভ জন্মদিন!!!! জীবনের সব ব্যার্থতাকে পেছনে ফেলে সব স্বপ্নকে জয় করো। জয় করো এই জীবনের যত দুঃখ কষ্ট গ্লানি বেদনার পরাজয়। তবে ছোটবেলায় যা করেছো করেছো আর যেন কন্যাজয় করতে যেওনা তাইলে কিন্তু ভাবীর হাতে তোমার খবর আছে। শুভ জন্মদিন ভাইয়া!!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.