আমাদের কথা খুঁজে নিন

   

গোপন আমি

অরুণালোক আমার ভেতর কাঁদ কে গো করুণ সুরে? অষ্টপ্রহর নিশি দিনে সাঁঝে ভোরে অনন্তকাল কান্না তোমার কোন কারণে? কী চাও পেতে? কান্না তোমার কার স্মরণে মুক্তি কি চাও? শক্তি কী নেই বেরিয়ে আসার? তাই কী অমন গর্জে উঠো অথৈ পাথার? অরুণালোক ঝিলিক হানে কোথায় গো সই! কোথায় করুণ রোদন কোথায়? কে হাসে ঐ! এইতো কাঁদা এইতো হাসা কে ভাই তুমি সর্বনাশা আমায় শুধু তাড়িয়ে বেড়াও বন বাদাড়ে? বেরিয়ে এসো বেরিয়ে এসো ভেতর ছেড়ে। আমার ভেতর অচিন কে গো বাজাও বীণা নেচে বেড়াও সপ্ত সুরে পাগল প্রাণা? ডাইনে বায়ে তাল রেখে কে বাজাও ঢোলক দুই বাহুতে ধরা যাঁহার গ্রহের গোলক ললাটে যার জ্বলে অমন সূর্যটিকা আধেক আলোর ঝলকানি আর আধেক ঢাকা গলায় ও কী বর্ণালী রূপ তারার মালা! উল্কা এসে চুম দিয়ে যায় মেটায় জ্বালা। কে গো বন্ধু হাতছানি দাও এমন করে বেরিয়ে এসো বেরিয়ে এসো ভেতর ছেড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.