ভালোলাগে মানুষ ভালোবাসি মানুষ।
ডাকব ভেবেও তোমায় আমি ডাক দেইনি
লেখা আমার কোমল চিঠী পৌছায়নি।
মনের মাঝে শংকা ছিল
ভাবনা ছিল এলোমেলো,
লবনাক্ত জলের চিন্হ চোখের কোনে
বাঁধতে তোমায় ইচ্ছা ছিল মনে মনে।
সিক্ত চোখে লিখে ছিলাম অন্য লেখা
ভাবনা ছিল অন্যরকম, তবুও দেখা।
লবন জলের চিন্হ ছিল তোমার চোখেও
বাঁধন ছিড়ে এসে ছিলে সত্য বুঝেও।
সিক্তচোখে বসে ছিলে পায়ের কাছে
তোমার কষ্ট বোঝার মত হ্ৃদয় ছিল,আছে।
মাথার ভেতর ব্যাথার বোঝা বয়ে চলি
কেমন করে ব্যাথার এ ভাগ নিতে বলি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।