তাহমিদুর রহমান
সেদিন চাঁদের সাথে গল্প করতে করতে
হঠাৎই তাঁকে জিজ্ঞেস করে ফেললাম,
তোমার এত কলঙ্ক কেন গো চাঁদ?
চাঁদ প্রথমে গম্ভীর হয়ে খিলখিল করে হেসে ফেলল;
আমি অবাক হয়ে বললাম, হাস কেন?
হাসির কি পেলে আমার কথায় তুমি?
উত্তরে চাঁদ আবার খিলখিল করে হেসে বলল,
তোমার মত পুরুষেরা রাত এলেই আমার কাছে আসে
সেজন্যেই যে এত কলঙ্ক আমার।
আমি সাথে সাথে রেগে গিয়ে বললাম,
সব পুরুষের সাথে আমাকে তুলনা করলে?
ও বাবা! ছেলে যে রেগে একেবারে রসগোল্লা হয়ে গেছে
এ কথা বলেই চাঁদ আবার খিলখিল করে হাসতে থাকে।
আমি বললাম, ঠিক আছে, এই তবে চললাম
হনহন করে বেরিয়ে এলাম দ্রুত,
চাঁদের শত অনুরোধ সত্ত্বেও আজকে সবকিছুতে ইস্তফা দিলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।