আমাদের কথা খুঁজে নিন

   

গোপন কথাটি রবে না গোপন

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

কয়েক বছর আগেকার কথা। সে সময়ে আমাদের দেশের নির্বাচন কমিসন ভোটার তালিকা বানাচ্ছিল। আমাকে একদিন একজন বলল যে ভোটা তালিকা করতে যে সফটওয়্যার, বাংলা ইন্টারফেস, ইত্যাদি ব্যবহার হচ্ছে, সে সব ভারত থেকে আনা হয়েছে। অথচ আমার জানা মতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সেই কাজের জন্য দায়িত্ব প্রাপ্ত ছিলেন।

‘অভ্র’ নামের ইউনিকোড সাপর্ট করে এমন সফটওয়্যার আমাদের দেশেরই এক মেধাবী তরূণের তৈরী। তাই আজকে ভয় লাগছে খুব। আমরা যে পাট নিয়ে গবেষণা করে এত কিছু বের করে ফেললাম, সেটা শেষ পর্যন্ত আমাদের থাকবে কিনা? এক দাদা এসে বলবে, ‘দিদি এছব দিয়ে আপনারা করবেনটা কি? বরং আমাদের দিয়ে দিন, আমরা লেড়েচেড়ে কালচার করে আপনাদের দেবো ’খন। ’ এরপরে আমাদের বড়দিদি সে কথায় মজে যেতে পারেন! যে ভাবে কাপড় তুলে আমাদের লজ্জাস্থানগুলোকে দাদাদের কাছে তুলে দিচ্ছি, তাতে আগামীতে আমাদের আবিষ্কার করা পাটের এই “গোপন কথাটি রবে না গোপন” হিসাবে দাদাদের দিয়ে দিলে অন্তত আমি আশ্চর্য হবো না। আসুন, তাই সবাই মিলে আরেকবার বলি, A ফর আওয়ামী, B ফর বাল ...।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.