আমাদের কথা খুঁজে নিন

   

গোপন কথা



মূল: আব্দুর রহমান শালকম অনুবাদ : ফায়সাল বিন খালেদ আমার মনের খবর জানতে চাও তো গোপন কথাদের জিজ্ঞেস কর তাদের জিজ্ঞেস কর কোন আগুন আমার গুহায় জেলেছে ভালবাসার মশাল চরাচরে ঘুড়ে বেড়ানো প্রেতাত্মারা চেয়েছে কাপ ভরে প্রেমিকের বুকের জ্বালা পান করতে আমাদের 'দেখা হবে'গুলোর গাল ছুঁয়ে আদর করে রাত আমাদের আত্মায় ছড়িয়ে পরে তাই প্রেমের উত্তেজনা রাতের আঁধার লুফালুফি করে আমাদের নি:সঙ্গ পদধ্বনিগুলো নিয়ে মিষ্টি আলোর মত ফুটন্ত ত্বকে প্রিয় আমার ! যখনই কোন নত্র গান গায় রাতের হৃদয়ের উদ্দেশ্যে চরিতার্থ উত্তেজানার কোলে মাথা রেখে যখন ঘুমায় একটি স্বপ্ন আমাদের ভালবাসা তখন ভোরকে দেয় গ্লাস ভরা দুধের মত হাসি পৃথিবীর আনন্দরা প্রেম নিবেদন করে আমাদের প্রিয় আমার ! কালের কোন অর্থ বা গোপন কথা থাকবে না সূর্যের জন্য থাকবে না কোনো দিবস জ্বলনের থাকবে না আগুন যদি ব্যর্থ হয় আমাদের ভালবাসা গোপন কথাটা যদি হয়ে যায় বেদনার্ত কোনো দু:খ ফায়সাল বিন খালেদ ২৮/৭/২০০৮ ইং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.