আমাদের কথা খুঁজে নিন

   

সরাইলে প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা : বিএনপি অফিস ভাংচুর

A LITTLE MAN FROM SARAIL আরিফুল ইসলাম সুমন, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন-এর উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভূইঁয়ার গাড়িতে হামলা করেছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। শুক্রবার করিডোর রোধে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের আশুগঞ্জ-আখাউড়া রোড মার্চে অংশ নেন সাবেক এ প্রতিমন্ত্রী। দুপুরের দিকে রোড মার্চের গাড়িবহর ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় অতিক্রম করে। এসময় সরাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুর রহমানের সমর্থিত লোকজন সাবেক প্রতিমন্ত্রীর গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে বহনকারী গাড়িটি ভাংচুর সহ সাত্তার ভূইয়া সামান্য আহত হন।

গাড়ীতে সাবেক এ প্রতিমন্ত্রীর সাথে জেলার বেশক’জন নেতা ছিলেন। এদিকে হামলার প্রতিবাদে সরাইল বিএনপি’র অপর একটি গ্রুপ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শাহবাজপুরে বিএনপি অফিস ভাংচুর করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। জানা গেছে, শুক্রবার অ্যাডভোকেট আবদুর রহমান ও বিএনপি নেতা নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান আবু মুছা উসমানী মাসুকের নেতৃত্বে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা উকিল আবদুস সাত্তার ভূইঁয়াকে সরাইল উপজেলা বিএনপি থেকে অবাঞ্ছিত ঘোষণা ও বহিস্কারের দাবি জানান। তারা সকালে ব্যানার-ফেস্টুন সহকারে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় সরাইল থেকে সাত্তার ভূইঁয়া সমর্থিত বিএনপি নেতা-কর্মীরা আশুগঞ্জ নাগরিক সমাবেশে রওয়ানা হলে কুট্টাপাড়া মোড়ে তাদের বাঁধা দেয়া হয়। আশুগঞ্জে নাগরিক সমাবেশ শেষে সাত্তার ভূইঁয়া রোডমার্চে অংশ নেন। দুপুরের দিকে তাকে বহনকারী গাড়িটি বিশ্বরোড মোড় এলাকায় আসা মাত্র বিক্ষুব্ধরা হামলা চালায়। এর আগে সকালে উপজেলার শাহবাজপুর থেকে বিএনপি’র নেতা-কর্মীরা আশুগঞ্জ নাগরিক সমাবেশে যাওয়ার পথে কুট্টাপাড়া মোড়ে আবদুর রহমানের লোকজন তাদের ওপর হামলা করে। হামলায় শাহবাজপুর ইউপি ছাত্রদল নেতা রুহুল আমীন ও জহির মিয়া আহত হয়।

এ ঘটনার জের ধরে ছাত্রদল নেতা আবু সুফিয়ান ও কর্মী সিরাজ মিয়ার নেতৃত্বে বিক্ষুব্ধরা শাহবাজপুর ইউনিয়ন বিএনপি অফিস ভাংচুর করে। এদিকে প্রতিমন্ত্রীর গাড়িতে হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদল নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। ছাত্রদল নেতারা আবদুর রহমানকে সরাইলে অবাঞ্ছিত ঘোষণা সহ দল থেকে বহিস্কারের দাবি জানান। উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, সম্পূর্ণ অবৈধ ও অগণতান্ত্রিক পদ্ধতিতে সরাইল উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এ কাজের মুল হোতার বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীরা আজ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূইঁয়া বলেন, এ বিষয়ে আমার কিছুই বলার নেই। প্রকাশ্যে ঘটনাটি ঘটেছে। জনতা সবই দেখেছেন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.