ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না বাবা-মা আমাদের আপনজন ,ঠিক আছে কিন্তু তারা তো সারা জীবন বেঁচে থাকেন না, তাই আমাদের সবার আরও এমন কেউ অতি প্রিয়জন থাকা উচিত যে কিনা, যদি আমি কোন খারাপ কাজ করি সেক্ষেত্রে তার ৫ আত্তার ২ আত্তা ঘৃণা করলেও বাকি ৩ আত্তা ঠিকই ভালবাসবে।কারন আমরা মানুষ,মানুষ ভুল করতেই পারে।অনেকেই মনে করেন,মানুষের ৫ আত্তা বা ৫টা মন থাকে। যেমন-কেউ হয়তো খুন করেছে,এখন তার ফাঁসি হবে।এসময় খুনীর এমন অতি প্রিয়জন যদি থাকে যে তাকে তার এই অপরাধের জন্য ঘিন্যা করার পাশাপাশি দুঃখ অনুভব করবে,একটু হলেও ভালবাসবে,এতটুকু কাঁদবে,ফাঁসির পর জেলখানা থেকে লাশটা নিয়ে আসবে।এমন কেউ যদি থাকে তাহলে মরনেও শান্তি আছে। এধরনের প্রিয়জনরা কখনও মুখে জাহির করে না। বাবা- পা পা Bà ba মা- মা মা Māmā ছিং রেন-আপনজন (পরিবারের সদস্য)Qíngrén Lover- আই রেন Àirén স্বামী-চাং ফু/ লাউ কোং Zhàngfū স্ত্রী-ছি জি /লাউ ফো Qīzi বড় ভাই –গ গ Gēgē ছোট ভাই-তি তি Dìdì বড় বোন-চিয়ে চিয়ে Jiejie ছোট বোন-মেই মেই Mèimei মানুষ-রেন Rén
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।