আমাদের কথা খুঁজে নিন

   

অসম্পূর্ণ কথামালা

নিতান্তই নিরীহ দর্শন হলেও, কেউ রাগালে তা নিয়ন্ত্রণ করতে পারিনা অস্ত যাওয়া সূর্যের পথ ধরে, হারায়ে গিয়েছি অন্তহীন, স্বপ্নাকুল মনের অনন্তে, বিষন্নতার অভিমানি সুর। শুকনো শীতের ম্যাড়ম্যাড়ে আবহে, শুনতে পাচ্ছ? আমার পিয়াসি মনের যাতন? নাকি হারানোর ব্যাথা দাঁত চেপে সয়ে, বসন্তের কোকিলের মতো, সুর তোলো অবিরাম? তোমায় অবাক করা নিশুতি রাতের তারার দল, অথবা ফুলের কানে ভ্রমরের গুঞ্জন। অবাক জোছনা, আর শ্যাম সুন্দর মেঘের ডাক, সবকিছুই রেখে গেলে আমার কাছে। তবে কি এখন আর রাতজেগে দেখোনা- স্নিগ্ধ তারা? ফুল,ভ্রমর,জোছনা আর মেঘের ডাকের অর্থও কি, তোমার কাছে পরিস্কার নয়? বিষ পিঁপড়ে আর বিষের পুতুলই কি তোমার- আপন মনের সাথি? শেষ কর এ অযাথিত নিঠুরতা, মুক্তি দাও আমাকে ক্ষিপ্তোন্মত্ত দুঃখ সাগরের- এ যাত্রা থেকে। আমি যে তোমার সত্য পাখি, তোমার ভালবাসার বৃক্ষেই যে আমার আমরণ বসতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।