আমাদের কথা খুঁজে নিন

   

অসম্পূর্ণ ঘুম-অসম্পূর্ণ কবিতা

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

গত রাতে ঘুমটা খুব বেয়াড়া হয়ে উঠেছিল, তোমার চেয়েও বেশী, তুমি যে আসবে না, সে তো জানা তথ্য। অথচ ঘুম তো আসে , প্রায়ই আসে , তবুও এলোনা গত রাতে... তোমার সাথে কোন গোপন আতাতের নিকোষ আভাস, অথবা তোমার প্রেমে সেও পড়েছে আমার মত আর দূর থেকে দূরে দৌড়ে গিয়ে ভর করেছে তোমার ঐ মায়ার চোখে। ঘুম গেলো , রাত গেলো, প্রেম গেলো, গেলো শান্তির মিথ্যে বান তবুও তো কিছু আছে , সে আমার কবিতার প্রাণ ... ওমা! তুমি এতটা না করলেও পারতে, কবিতাকেও... কেনো বশ করলে ,কেনো? প্রাণে ঘোরে -মনে পড়ে কবিতার আর প্রসব হয় না ... ওকেও তুমি জঠরে লুকালে, বড় অবিমৃষ্য তুমি হে আমার নির্লিপ্ত প্রেম , সুখ হনন পিয়াসী কেবল নিঃস্ব আমাকে কেনো তবে ফেলে গেলে, আমাকেও মানে এই আত্মাটাকেও নিয়ে যেতে কোন তোমার চারু প্রহসনে, তোমার তো একনিষ্ঠ দাসেরও প্রয়োজন পড়ে , তাই না। ২৫/১/২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।