আমাদের কথা খুঁজে নিন

   

অসম্পূর্ণ মানুষ-৫

আমি তো দেখিনি শতাব্দীর সুন্দরতম ফুল।
চিরকাল দেখেছি নৈরাজ্যের ভোরে ফুটেছে সন্ত্রাসের ফুল!
আমি তো দেখিনি চাঁদের স্নিগ্ধ জোছনা,
আমার চোখের সামনে শুধু রক্তের হলিখেলা।
কান পাতলেই আমি শুনতে ,
বুভুক্ষ পাকস্থলীর কান্না।
চতুর্দিকে তাকালেই দেখি,
স্বার্থ আর বিভেদের কারসাজি।
আমি দেখেছি শুধু সুখের অবহেলা,
চোখ খোলা রাখবো কিভাবে বলো ?
হে জীবন ,
দেখোছো কি দুর্ভিক্ষ কেমন হয়?
কেমন হয় দারিদ্রতা?
কেমন হয় শীতার্তের যন্ত্রণা?
দেখেছি কি কখনও রাস্তায় সেই সব উদ্বাস্তুদের?
যে খাবারের আশায় নিত্য অপেক্ষারত।
মাঝে মাঝে তার ইচ্ছা হয় সব ক্ষুধাকে খেয়ে নিতে!
তার চোখ থাকে জলে ছলছল।
পৃথিবীর তিন ভাগ জলই তার চোখের কব্জায়।
নীরব মৃত্যুর দাসত্ব তার শিরায় শিরায়।
উত্তর দাও হে সময়...
তারা কি শান্তিময় স্থল পাবে?
নাকি মুখ বুজে সব সহ্য করে যাবে?

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।