রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...
কিছু কিছু স্বপ্ন চিরকালই থেকে যায় অপূর্ণ
যে স্বপ্নগুলো বুকের ভেতর আজন্ম লালিত হয়ে আসে
পরম ভালোলাগায়, ভালোবাসায়।
কিছু কিছু কষ্ট চিরকালই থেকে যায় অব্যক্ত,
যে কষ্টগুলো বেঁচে থাকে বুকের ভেতর গভীর কোন ক্ষত হয়ে,
যে কষ্টগুলো কেবলই কাঁদায়।
এইতো জীবন...
চাওয়া আর না পাওয়ার
তবুওতো বেঁচে আছি, বেঁচে থাকার শত প্রয়োজনে,
বেঁচে আছি তোমাকে পাবার স্বপ্নে বিভোর হয়ে,
বেঁচে আছি তোমার দেয়া কষ্টগুলোকে ভালোবেসে,
বেঁচে আছি তোমার স্মৃতিগুলোকে বুকে আগলে।
হয়তো এমনিভাবে বেঁচে থাকবো,
এই শহরের কোনো এক অজানা ঠিকানায়।
হয়তো এমনিভাবে একদিন চলে যাবো,
তোমারই অজান্তে, বড় বেশী কষ্ট নিয়ে।
শুধু তুমি সুখে থেকো,
আমি চলে গেলেও জেনে যাবো
আমিহীন তুমি ভালো আছো সুখে আছো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।