দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার কেষ্ট বরিশালে মুক্তিযোদ্ধা স্কুল শিক্ষককে হত্যাকারী বখাটে রুপম কৃষ্ণ দে ওরফে রুপাকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। রুপম নগরীর বাজার রোড এলাকার প্রয়াত কৃষ্ণ চন্দ্র দে'র ছেলে। গতকাল সোমবার সকাল ৭টায় সীমান্তবর্তী যশোরের খাজুরা বাসন্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। বরিশাল মহানগর পুলিশ কমিশনার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনারের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার জিল্লুর রহমান বলেন, শিক্ষক মুক্তিযোদ্ধা জিন্নাত আলী হত্যার কথা স্বীকার করেছে রূপা।
পুলিশের সামনে সে সাংবাদিকদের কাছে হত্যাকান্ডের ঘটনা বর্ণনা করেছে। দুপুর একটায় উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হলে টাকা জালকারী চক্রের সদস্য দুর্ধর্ষ সন্ত্রাসী রূপা বলে, স্যারের (জিন্নাত ?আলী) মেয়ে সুপ্তীর সাথে আমার তিন সাড়ে তিন বছরের প্রেমের সর্ম্পক ছিল। কিন্তু প্রায় এক বছর পূর্ব থেকে সে আমাকে এড়িয়ে চলতে থাকে। সে আরও বলে, এতে বিভিন্ন সময়ে আমি রাস্তাঘাটে সুপ্তীর সাথে কথা বলার চেস্টা করি। এ ঘটনা স্যার জানার আমার বিরুদ্ধে থানায় একটি জিডি করেন।
জিডির পর থেকে পুলিশ বিভিন্ন সময়ে বাড়িতে অভিযান চালায়। তখন আমি ঢাকা চলে যাই। গত ঈদে বাড়িতে এলে পুলিশ ফের বাসায় অভিযান চালায়। ওইদিনই আমি পুনরায় ঢাকায় চলে যাই। এরপরে ফোন দিয়ে জিডি প্রত্যাহারের অনুরোধ করি।
কিন্তু এ ঘটনায় স্যার আমাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখান। রূপা আরও বলে, কয়েকদিন আগে মোবাইল ফোনের মাধ্যমে স্যারকে জিডি প্রত্যাহারের অনুরোধ করলে আমাকে বাসায় যেতে বলেন। কথা অনুযায়ী থানায় জিডি প্রত্যাহারের একটি লিখিত আবেদন নিয়ে আমি স্যারের বাসায় যাই। কিন্তু স্যার জিডি না উঠিয়ে আমাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। এসময় তিনি পুলিশকে ফোন করতে চাইলে তার পেটে চাকু ঢুকিয়ে দেই।
সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার জিল্লুর রহমান বলেন, ভারতে পালিয়ে যাওয়ার জন্য রুপা রোববার রাতে ঢাকা থেকে বেনাপোল রওনা হয়। এ খবরে কোতোয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি সোমবার সকাল ৬টা ৫৫ মিনিটে যশোরের খাজুরা বাসস্ট্যান্ডে উদয়ন এলিগেন্স পরিবহনের একটি বাস তল্লাশী করে রুপাকে গ্রেফতার করে। রুপার কাছ থেকে হত্যাকা ে ব্যহৃত রক্তমাখা চাকুটি উদ্ধার করা হয়েছে। এছাড়া তার ব্যাগে জিডি প্রত্যাহারের জন্য কাউনিয়া থানার ওসি বরাবর লিখিত একটি আবেদনপত্র ও নিজের লেখা কবিতার খাতা পাওয়া গেছে। এদিকে শিক্ষক জিন্নাত হত্যার প্রতিবাদে সোমবার বেলা ১১টায় নগরীর রূপাতলী সড়কে এ ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং সাড়ে ১১টায় জিলা স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন করেছে।
এছাড়াও জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্ট বরিশালে নিজ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।