আমাদের কথা খুঁজে নিন

   

রূপার এক পশলা অভিমান

হঠাৎ রূপার এক পশলা অভিমানে
আমি ভিজে যাই।
আরো একটি দারুণ মোহের দিন
ছুটি নিয়ে চলে যায় দিনাবসানে।
ইচ্ছে করে , এখনই নিজের পদবী ভুলে গিয়ে
ডুব মারি অগাধ আড়ালে।
রূপার চোখের পাতায় , রূপার আঙুলে , রূপার চিবুকে
নিজেকে না খুঁজে পেয়ে ;
নিমেষে দপ করে জ্বলে ওঠে পুরানো দুঃখের শতবর্ষ।
স্বশরীরে ভেঙে পড়ে অজস্র দেওয়াল।


কয়েকটি মসৃণ স্তব্ধতার কাছে আমি ভৃত্য হয়ে বসে থাকি
বেশ কিছুক্ষণ।
রূপার বিষদৃষ্টিতে আমার হৃদয় উপত্যকায় আছড়ে পড়ে
রক্তমাখা অতৃপ্ত প্রলয়।
আরো কত অস্থিরতা ?
আরো কত এই নিভৃত বিষন্নতা ?
রোদ , ধুলো , ঝড় থেকে চোখকে বাঁচাতে
যেমন দরকার তোমার ঐ কাঁচে ঘেরা
রঙিন চশমার ফ্রেম ;
আমার মাথার উপর তেমনই রাখো
তোমার ঐ জুয়ারি-মায়াবিনী হাত।
তোমার পদ্ম-গন্ধমাখা নাভীর গন্ধে
আমি আবার ভুলে যেতে চাই
আমার প্রতিদিনের কুৎসিত অবেলা।

প্লিজ রূপা , কথা শোনো
আমাকে নিয়তির হাতে তুলে দিও না ;
আমি নিজেকে চিরটকাল তোমার কাছে ধরে রাখতে চাই।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।