https://www.facebook.com/tanvir.mh (১)
এলাকার একটি ছেলে চুল কাটাবে বলে এক সেলুনে গেল। সবাই বলতে পারেন কি বলে পাগল!!
সেলুনে তো চুলই কাটাবে। প্লাস্টিক সার্জারি তো করাবেনা।
কিন্তু সেই পাঁচ তারকা মানের সেলুনে তখন উপস্থিত ছিল নাপিতের সহকারী। যে কিনা শুধু মাথা ন্যাড়া করাতে পারে।
সেলুনে কিছু সহকারী থাকে যারা বিভিন্ন কাজ মানে ঐ আর কি ছোটোখাটো কাজ করে থাকে।
ছেলেটি সহকারী নাপিতের ব্যস্ততা দেখে চেহারা বসে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল।
সহকারী নাপিত লাইফবয় দিয়ে আরেক কাস্টমারের মাথা ন্যাড়া করতে ব্যস্ত। ঘুম থেকে এক চোখ খুলে একটু পর পর দেখে ফ্রি হইছে কিনা। আর মেজাজ খারাপ হয়।
পরে ভাবে মানুষ মাথা ন্যাড়া করে কেন? হালায় ব্রাজিল করে নাকি?আর্জেন্টিনাও করতে পারে। ভেরন আছে তো।
কিন্তু অনেকদিন পর ফোমওয়ালা চেয়ার পেয়ে ছেলে দিল ঘুম। একদম জাগতিক জীবন থেকে দূরে। গুলিস্তান থেকে একদম এয়ারপোর্ট।
নাপিত চরম ব্যস্ততায় কাজ সেরে তার মাথায় হাত বুলিয়ে দেয়া শুরু করলো। অতিরিক্ত আরামে ঘুম তখন এয়ারপোর্ট ছাড়িয়ে গাজীপুরে।
সাবান কখন মাখল তার আর খেয়াল নেই।
অতঃপর ক্ষুর দিয়ে দিল কয়েকটা টান। তখন একদম সোজা দাড়িয়ে....
-ঐ ঐ ন্যাড়া করতে কে কইছে?
-ভাই ন্যাড়া না করতে কে কইছে?
না সম্পূর্ণ হতাশ।
তবে ১০০% ন্যাড়া করার ইচ্ছাও নেই। যা আছে তাই নিয়ে চলাফেরা করবে। ছেলেটিকে পঙ্গু করে দিল এলাকার এক নাপিত।
গজনী ৩ তে আমির খান এর যা লুক হবে একদম তেমন লাগতেছে।
অতঃপর সে অনেকদিন টুপি পরে চলাফেরা শুরু করল।
মানুষ বুঝতে পারলো ছেলেটি অনেক নামাজী হয়ে গেল।
কিন্তু ছেলেটি বুঝতে পারলো সে আসলে কি হল।
(২)
এক বাবা তার ছেলেকে ১০ টাকা দিল চুল কাটাতে। এখন সৎ নীতিবান ছেলেটি প্ল্যান করলো ১০ টাকা খাইয়া ফেলি। এক বন্ধুর কেচি দিয়ে একটু সাইড টাইড কাটিয়ে নিয়ে বাপের সামনে হাজির হবো।
কিন্তু প্ল্যান সফল হচ্ছেনা কিছুতেই। নীতিবানরা সবসময় ঠকে। পরবর্তীতে সে খবর নিলো বাজারের বটগাছের নিচে এক নাপিত আছে যে কিনা সুলভ মূল্যে চুল কাটিয়ে দেয়। মাত্র ৫ টাকায়। গেল তার কাছে।
একটা ইটের উপর বসতে দিল। অতঃপর সেই বয়স্ক নাপিত ছেলেটির মাথা ২ পা দিয়ে চেপে ধরে কাটা শুরু করলো। ছেলে চিৎকার শুরু করলো
"দম বন্ধ লাগতেছে,ছাড়েন"
নাপিত তার সোলাইমানি ভোঁতা কেচি দিয়ে কাটছেই তো কাটছে। ছেলে নিচ থেকে ৫ টাকা বের করে দিয়ে বলল ছাইড়া দেন আর কাটা লাগবনা আমারে ছাড়েন।
পরবর্তীতে অর্ধ চুল কাটা অবস্থায় হাতে ৫ টাকা নিয়ে বের হয়ে এলো সেখান থেকে।
এখন কি উপায়?
নাপিতের কাছ থেকে মুক্তি পেলাম কিন্তু বাপ!!
অতঃপর অন্য এক বন্ধুর সার্বিক অসহযোগিতায় ৫ টাকা উল্টা ঋণ দিয়ে ১০ টাকা দিয়ে চুল কেটে পরেই বাসায় পৌঁছল বেচারা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।