আমাদের কথা খুঁজে নিন

   

নাপিত বটে...!



নাপিত বটে চায়নার ওয়াং জেডং। দশ আঙুলে দশখানা কাচি নিয়ে কাজ সারেন তিনি। এই করেই নাম লিখিয়েছেন বিশ্ব রেকর্ডের খাতায়। চায়নার জিয়াংঝি প্রদেশের জিওজিয়াং শহরের নাপিত ওয়াং জেডং। ৪১ বছর বয়সী ওয়াং কারো মাথার চুল কাটতে তিন মিনিটেরও কম সময় নেন।

সম্প্রতি এক মডেলের চুল কাটার দৃশ্য সরাসরি সম্প্রচার করেছে একটি টেলিভিশন চ্যানেল। অবশ্য টেলিভিশনে সম্প্রচারের জন্য তিনি এর আগে আরো দুই মাথার ওপর রিহার্সেল করেছেন। ওয়াং জানান, এক সময় তার দোকানে চুল কাটার জন্য লোকের ভিড় লেগেই থাকতো। তিনি কুলিয়ে উঠতে পারতেন না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে লোকজন রাগ করতো।

এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় নিয়ে ভাবলেন ওয়াং। মাথায় খেলে যায় তার চমতকার বুদ্ধি। তারপর থেকেই দুই হাতে দুই জোড়া কাচি নিয়ে কাজ শুরু করলেন ওয়াং। এর পর ধীরে ধীরে এখন দুই হাতে চালান ১০ টি কাচি। ওয়াং বলেন, তিনি সর্বোচ্চ ১৮ টি কাচি নিয়ে চুল কাটতে পারেন।

চুল কাটার এ কারিশমায় ওয়াংয়ের নাম লিপিবদ্ধ হয় গিনেজ রেকর্ড বুকে। ওয়াংয়ের ১০ মিনিটের সরাসরি চুল কাটার সম্প্রচার অনুষ্ঠানে গিনেজ রেকর্ড বুকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র- যায়যায়দিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.