যা দিন পড়ছে দেশ থেকে নাপিত আমদানি করতে হবে দেখছি। নইলে চুল কাটার বিদ্যা নিতে হবে। প্রতি মাসেই 12 পাউন্ড খরচ এই চুল কাটাতেই। দেশে থাকতে একশত টাকায় (1 পাউন্ডের ও কম) গা ম্যাসেজ সহ মিলতো। তখন এই একশ টাকাকেই বাঝে খরচ মনে হতো।
প্রথম প্রথম চুল লম্বা রাখতাম পয়সা বাচাতে। কিন্তু ফুডের দোকানে কাজ করতে হলে ফুড এন্ড হাইজিন বিষয়ে রুলস মানতে হয়। সুতরাং চুল কাটাও। এরপর খুজে খুজে সবচেয়ে সস্তা দোকানটা বের করতাম চুল কাটানোর জন্য। এখানেও ঝামেলা আছে।
কোন স্টাইলে ছোট নাবড় উপরে কত নামবার নিচে। কত দুনিয়ার ডিটেইলস দাও। তারপর নাপিত সাহেব/ সাহেবা চুল কাটাবেন।
কিছু কিছু বাঙ্গালী নিজেরা মেশিন কিনে বাসায় একে অপরের চুল কেটে দেয়। আমাহসেই চানসও নাই।
কিছুক্ষণ আগে চুল কাটাতে গিয়ে বসে বসে ভাবছিলাম আমাদের দেশের নাপিতদের কথা। ওয়াক পারমিট দিয়ে কত মানুষ ই আসে।
নাপিত আনতে সমস্যা কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।