i want to live simple and die simple প্রেমহীন বসন্ত চইলা যায় , বসন্ত আসিবার আগে , জেবন বান্ধন দায়, জেবন রাখ্ִখনের দায়ে। কুড়ি /পঁচিশ, তিরিশের বেড় পার, কপালের গাংয়ে ঘন বক্র আঁধার। গোলাপের কুঁড়ি দুরে থাক, ঘাসফুল ও যদি জুটে । বোবা হৃদয় মরে কেবলি রুদ্ধ দ্বারে মাথা কুটে। যতবার আঁকি রংধনু চোখে , রক্তই কেবল ঝরে। কথা দিয়ে ও কথা না রাখার ভাগ্য তবু কারো জোটে। পোড়া কপাল আমার, কোনো কথাই দেয়নি কেউ আমায় মোটে।by abdul mumin abdullah
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।