লিনাক্স, উইনডোস, কবিতা
আজ আকাশে পূণিমা নেই,
আকাশে আজ দশমীর চাঁদ ।
হাতে হাত ধরে বালুচরে
হেঁটে বেড়াবার সময়
এখনও আসেনি !
পয়লা ফাগুনের শেষ লগ্নে
আমি অক্ষম কবি
যখন একটা কবিতা লিখার
চেষ্ঠায় মগ্ন ,
তখন আমার কালের পাখি
ডেকে বল্ল :-
সময় যে শেষ কবি ,
পয়লা ফাগুন এখন মনের ছবি !
শান্তির পর যেমন সুখ আসে
মন যেমন আবেগে ভাসে;
তেমনি প্রেমের দিন এনেছি আজ সরিয়ে দিয়ে
ফাগুনের ছবি ,
প্রেমের কবিতা লিখো আজ
আজকে তুমি প্রেমের কবি।
সাথে সাথে হৃদয়ের খুব কাছে
লিখা হলো এক কবিতা।
অক্ষম কবির
বলপেনের কালিতে নয়।
সকাল বেলার
বিন্দু বিন্দু শিশিরে নয়।
স্নিগ্ধ বিকেলের
সোনালী আলোতে নয়।
কবিতা লিখা হলো
শুক্লপক্ষ রাতের
ধূ ধূ মরুভমির বুকে
এক উদার বালুকণার
বুকে জমে থাকা
এক ফোটা জলের
গায়ে প্রতিফলিত
জোৎস্নার আলোয়।
হাত বাড়ালেই ছোয়া যায় -
তবু হাত বাড়াতেই ভয়!
যদি মুছে যায়।
তাই আজীবন এই কবিতা ধরে রাখার জন্যে
আমি অক্ষম কবি সরিয়ে নিলাম হাত।
অথচ,
নিজের অজান্তে ভালবাসার নীল স্পর্শের কাছ থেকে
দূরে সরিয়ে নিলাম নিজেকে।
তারপর...
ভালবাসার নীল পদ্ম হাতে
গভীর কালো দুচোখে
কালো অলোকে জড়িয়ে রেখে
শুভ্র সেই কবিতা পড়তে পারে -
এমন এক মায়াবতীর জন্য
শুরু হলো
অপেক্ষার প্রহর গোনা ..........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।