আমাদের কথা খুঁজে নিন

   

জননী

পুরান আমি নব ভাবনায় বিভোর.. মির্জা শাহনেওয়াজ লতিফ (লিও) আজানের ধ্বনি শুনবার আগে তোমার প্রসব বেদনার ধ্বনি কানে পৌছেছিলো আমার । তোমার রক্ত দিয়ে তৈরী যখন সন্তানের তনু। চরম জ্বরের গোঙ্গানির মাঝে তোমার কন্ঠ বাঁচার শেষ আশ্রয় হিসেবে কানে বাজে, কোর- আন পুরানে যখন তোমার নান্দীপাঠ । বৃক্ষের দেয়া বায়ুস্বর্ণ নেয়ার আগে যখন তোমার নিশ্বাসে ভাগ বসিয়েছিলাম সকল সৃষ্টির মূলে যখন তোমার গর্ভ। তুমি প্রেম, ভালবাসা, স্নেহ, বিরহ, বেদনার অন্তস্বর।

জগতের সকল দুশ্চিন্তার ভার যখন তোমার ঘারে । বেদনার নীলকে যখন প্রাপ্তির রঞ্জিত বর্ণে তুমি বদলাও। তোমার সন্তানের নারির ভীতর যখন তোমার হৃদস্পন্দন বাজাও... যখন মনের গহিনে ধারালো ক্ষুর চলায় আশপাশের অনেকে , গৃহত্যাগের মুহুর্তে তোমার মুখ হৃদয়ের তন্তু দেইনি ছিরে যেতে । জুটেনি ঋনের কিস্তি মাগো তাই মরিতে চাহিনা তোমার আগে , অপেক্ষমান আমি সুযোগ যদি আসে গো দুধের ঋন শোধিতে একটু ভাগে । আকাশ হয়ে রও তুমি, মেঘ হয়ে ঝরো সুখো পাওয়া অতি ক্ষুদ্র, তোমায় পাওয়া বড়ো ।

ব্যাস্ত দিনের ব্যাস্ত রুটিন , সময় মেলা ভার, একটু মলম, একটু সেবা পাওনা ছিলো মা’র । মাগো আমায় ক্ষমা করো করো তোমার পদস্থল, ভালবাসি তোমায় মাগো সাগর সমান জল। এখন আমার ঘুম আসে না রাত্রি জেগে রই এখন তো আর ঘুম পাড়ানি গান শুনিনা কই একলা আমি, একলা সময় একলা নদীর জল কবে তোমার বুকে যাব সাগর সুশীতল। পঞ্চগড় বিকেল ৪টা, ৯ ডিসেম্বর, ২০০৯ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।