আমাদের কথা খুঁজে নিন

   

জননী

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

জননী তোমার মতো দরদী আমার ছিলোনাতো কেউ হেথা পৃথিবী-মাঝার। নিরাপদ আশ্রয়ের সযতন স্নেহ - আরতো জীবনে মম দিবে না কেহ। যেখানে থেকেছি আমি যত দূরে যথা ; স্মরনে থাকিতো মনে তোমারই কথা। তোমার মুখের ছবি হৃদি মাঝে ধরে - কতোদিন গেছে সুখে দুঃখের ভিতরে। তব কোমল পরশ, স্নেহময় বাণী - আজো অনুভব করি, হে মোর জননী! আরতো পাবোনা ফিরে সেই স্নেহলতা, অকপটে যার সাথে বলা যায় কথা। হে রহমান পরোয়ার! এ মিনতি করি - তোমার আশ্রয়ে রেখো , সে তব কিঙ্করী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।