আমাদের কথা খুঁজে নিন

   

জননী

জীবন, মনন যন্ত্রবদ্ধ, নেই তার স্বাধীনতা।

আকাশে হাজার তারা, তবুও সুর্য ছাড়া পৃথিবী যেমন থাকে কালো। তেমনি জননী ছাড়া জীবন ছন্দ হারা, জননী জীবনে আঁকে আলো। তাই জননীকে কোনদিন, ভেবো না মূল্যহীন। চিরদিনই বেসো তাকে ভালো।

। চারিদিকে যত আছে বন্ধু স্বজন, জননীর মত কেউ নয়তো আপন। সবাই স্বার্থপর, দুধের মাছি। শোক কালে কেউ থাকে না কাছাকাছি। থাকে শুধু মা, যার মহিমা সন্তানকে দেখায় আলো।

তাই চিরদিনই বেসো মাকে ভালো। । বিধাতার পরে হল মায়ের আসন, স্বর্গমহল তার যুগল চরণ। জননীর মুখে যদি ফোঁটাও হাসি, চিরকাল সুখ হয়ে থাকবে দাসী। তার তুলনা, কভূ হয় না।

তার ছোয়া মুছে দেয় কালো। তাই চিরদিনই বেসো মাকে ভালো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।