আমাদের কথা খুঁজে নিন

   

জননী

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। জীবন ধারায় চাহিয়া ছিলাম প্রেমের ফল্গুধারা; প্রেম কিরে হায় বুঝি নাই আমি জীবন হইলো সারা। ভালোবাসা এক নির্মোহ প্রেম সংঘাত হরে নেয়, হৃদয়ের মাঝে শুদ্ধতা আনে অরূপের রূপ দেয়। জীবন প্রভাতে ভালোবেসে আমি দুঃখ করেছি ক্রয়, এখনো মূল্য দিতেছি তাহার জীবনকে করে ক্ষয়। মাতৃ-ক্রোড়ের ভালোবাসা পেয়ে ভুলেছি জগৎ-দুখ, স্বার্থপর এ বুকের ভেতর আনিয়াছি কতো সুখ।

রুক্ষ-দিনের ক্লান্ত দেহের অবসাদ যতো ছিলো, প্রেম মহিমায় আঁচল ছোঁয়ায় সকল হরিয়া নিলো। বাহিরের দুখ যখন আসিয়া হৃদয়ে আঘাত দেয়, কী এক অরূপ পরশ বোলায়ে জননী শুষিয়া নেয়। জননী আমার কোথায় আজিকে চারিধারে মরি খুঁজে; স্বার্থের টানে সকল ভুলিয়া চলেছি কি চোখ বুজে? ডাকিতেছে মাতা আয় খোকা আয় পরানের ধন, সোনা! জটিল সময় পার করে যাইি সময় যে হাতে গোনা। যাবো যাবো করে হয়নি যাওয়া অভিমান করে হায়, জননী আমার চলিয়া গিয়াছে দূর পথ অজানায়। বুকেতে পাথর বাঁধিয়া কাঁদিছে প্রেমময় এক মন, অভিসপ্ত হে! সারাটি জীবন করে যাবি ক্রন্দন।

মাগো তুমি ক্ষম, অধম বালকে দয়াময় হে জননী! কুপূত্র হয় যথায় তথায় কুমাতা হয় না শুনি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।