আমাদের কথা খুঁজে নিন

   

জননী

ৃৃৃৃৃ

জননী কামরুন নাহার কান্তা জননী ! তোর উঠোনে ছড়ানো বুঝি হাজার মানিক রতন। অ – আ – আর – ক – খ – গ তাই বুঝি, আঁচল পেতে দিলি বিলিয়ে , মোদের তরে করে যতন। তোর উঠোনে রৌদ্র করে নিত্য খেলা, বৃষ্টি নাচে নুপুর পায়ে টাপুর টুপুর ছন্দে । কুমড়োফুলে বসে, প্রজাপতির মেলা। খেলে শিশুর দল , গায়ে মাটি কাঁদা মেখে।

শীতের চাদর জড়িয়ে চন্দ্র, ওঠে ফিক্‌ করে হেসে। নজরুল,লালন ফকির,হাসন রাজা,আব্দুল আলিম এরা তোরই সন্তান-ধন। গর্ভে ধরলি করলি যতন। আজ বুঝি জননী! হারাতে বসেছে উঠোনে তোর, রৌদ্র – বালুর চিক্‌মিক্‌ খেলা, নক্ষত্রের ঝিলিক ,পাখির গান। জননী! আজ বুঝি, এক দল বর্ণচোরা, বর্ণ–মালাকে আঁকিয়ে – বাঁকিয়ে – ভেঙ্গে – চুড়ে যেন , খসিয়ে ফেল্‌ছে পুষ্প্যমাল্য থেকে এক একটি কুসুম।

জননী! তোর উঠোনে সূর্য হেসে আর বলে না বুঝি , সু-প্রভাত। গোধূলি লগ্নে সূর্য নিদ্রাকালে,বলে না তো শুভ সন্ধ্যা। গুড ইভিনিং ছাড়া মুখরিত হয় না কোন চায়ের আড্ডা। আজ বুঝি ভীষণ ভারি, তোর উঠোনের আকাশ-বাতাস। সালাম-বরকত-রফিক ওরা তোর কোলে মুখ লুকিয়ে,বুক থাবড়ে বুঝি কাঁদছে।

পাশ্চাত্যের সংস্কৃতি জেকে বসে, কেড়ে নিচ্ছে তোর উঠোন-মাটির , শুভ্র পবন। তরুন সমাজ ,পিজ্জা–শর্মায় পেট পুড়ছে। ভুলতে বসেছে বাঙ্গালী আজ ভাপা – পুলির মধুর ঘ্রাণ। জননী! তোর উঠোনে আজ স্বীয় ধন,নিরুপায় – নষ্ট। আজ বুঝি তাই, জননী! তোর পরম ধন, বর্ণ-মালার বুকে বড় কষ্ট!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।