আমাদের কথা খুঁজে নিন

   

খন্ডিত ঢাকা এবং কিছু কথা।

এই মূহুর্তের গরম খবর হলো ৪ মিনিটে দ্বিখন্ডিত হলো আমাদের প্রিয় নগরী ঢাকা। রাস্তা-ঘাটে, অফিস- আদালতে,বাসে-ট্রেনে এই মূহুর্তের সবচেয়ে হট্‌ টক্‌ হলো,আমাদের ঢাকা খন্ড-বিখন্ড হয়ে গেছে। সে কি আফসোস সকলের! কি হয়ে গেলো! কি হয়ে গেলো! টেবিল গরম, চা এর কাপে গরম, রাজনীতির আসর গরম,সব গরম। আন্দোলন-সংগ্রাম কত কিছুরই জোর প্রস্তুতি চলছে। কিন্তু কি হবে?বিপুল ভোটে বিল পাস হয়ে গেছে।

বিরোধী দল সংসদে নেই,ফাঁকা মাঠে গোল হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। সামনের আসনে জায়গা পান না, তাই উনারা যান না। সবিনয়ে বলতে ইচ্ছা করে, জনগণ আপনাদেরকে নির্বাচিত করেছে সংসদে যাওয়ার জন্য, জনগণের হয়ে কথা বলার জন্য- সংসদের সামনের সিট,পিছনের সিট নিয়ে কামড়া-কামড়ি করার জন্য নয়। ইস্‌, আমি যদি সাংসদ হতাম, তবে সর্ব পিছনের সিটে একটু বসার জায়গা খুজতাম যেখান থেকে চিৎকার দিয়ে আমার এলাকার মানুষের কথা তথা এই অভাগা দেশের হাজারো সমস্যা জর্জরিত মানুষের অভাব-অভিযোগের কথা বলতে পারতাম। কিন্তু এই পোড়া দেশে সেই মানসিকতা নিয়ে রাজনীতিচর্চা আদো হবে না।

অতএব, খামাখা লাফালাফি না করে চুপ করে,ঘাপ্‌টি মেরে থাকাই হবে বুদ্ধিমানের কাজ। আর তাছাড়া ঢাকা খন্ডিত হলেই বা কি আর না হলেই বা কি? নাগরিক জীবনে আদৌ কোনো পরিবর্তন আসবে কি!! কস্মিন কালেও না। থাকবো আমরা যেই তিমিরে সেই তিমিরেই। অতএব, হতভাগা বাঙ্গালী, আশায় থাকুন-যদি ভালো কিছু জুটে কপালে। লেটস্‌ হোপ ফর দি বেস্ট! হেঃ হেঃ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.