"......তুমি কখনো একা হবেনা । সবসময়েই পাশে এমন কিছু মানুষ তুমি পাবে, যারা কখনোই তোমায় একা হতে দেবে না! তাই বলে ভেবোনা, একাকিত্বে ডুবে যাও তুমি--আমি তা চাই !! "
"......তুমি কখনো অবহেলিত হবেনা । হয়তো কখনো ভালোবাসার অভাব বোধও করবেনা । কারণ, তোমার চারপাশের মানুষগুলোকে তুমি বড় বেশি ভালোবাস । মানুষ তা-ই পায়, যা সে করে । আর এজন্যেই তুমিও ভালোবাসা পাবে । বলছি আবার, ভেবোনা, তুমি অবহেলিত হও, ভালোবাসার অভাবে কষ্ট পাও--আমি তা চাইছি !! "
"......ভেবে দেখেছ কি কখনো ---সবার জন্যে নিজের অনুভুতি গুলোকে ভাগাভাগি করতে গিয়ে 'বিশেষ কারো ' জন্যে তোমার মাঝে 'বিশেষ কোনো' অনুভুতি আর নাও অবশিষ্ট থাকতে পারে ! ....একটা সময় আসবে, যখন অনেক মানুষের মাঝে থেকেও 'বিশেষ কারো' অস্তিত্বের অভাব অথবা অন্যরকম খানিকটা ভালোবাসার প্রয়োজন তুমি বড় বেশি অনুভব করবে ---অথচ পাবেনা ! তখন অনেক কষ্ট হবে তোমার--তাইনা ? "
".....তোমার চারপাশের আরো অনেকের জন্যে জমে ওঠা অনুভুতিগুলোর আড়ালে সেই 'বিশেষ মানুষ'টার জন্যে তোমার হৃদয়ের মূল্যবান কিছু অনুভুতি হয়তোবা হারিয়ে যাবে একসময় ...আর সেও হারিয়ে যাবে আরো অনেকের মাঝে ...তুমি জানতেও পারবেনা ! হায় !! যখন টের পাবে, যখন বুঝবে কি হারিয়েছ তুমি,খুঁজে ফিরবে তাকে হন্যে হয়ে...কিন্তু তোমার আর তাকে ফিরে পাওয়া হবেনা ! জানি--সেইদিনটা বড় কষ্টের হবে তোমার ! সে কষ্টের কোনো ভাগীদার তুমি পাবেনা ! "
"....ক্যলেনডারের পাতা উল্টিয়ে কষ্টের সেই দিনটা যেনো কখনই তোমার জীবনে না আসে । আর......যদি আসেই, তো খানিকটা সহানুভুতি রইলো তোমার জন্য !! "
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।