যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
খন্ডিত মনে ভুজং ভাজং ত্যাদড়ামীর ষোলোআনা কুফল
গুল্ফহীন বগলে রেক্সোনার ডিওড্রেন্ট আর নাক ঘষা আনন্দ
সব কিছু দেখতে হবে চেখে, তোমার জন্য থাকবো না বসে
দাতে খিলান, শক্ত হাড্ডি মটকায় নিষ্ফল কামড় ভগাঙ্কুরে!
প্রেমের কেমিস্ট্রি বাদ, ফিজিক্স অথবা দেহের রসায়ন বুঝি
সাইড পকেটে রুগ্ন অর্থনীতি যতটুকু দেয় নারীর সোশিওলজী
তার সাথে মার্কেটিং প্যাশন আর হৃদয়ের অদ্ভুত সাইকোলজী
মানব-পশুর ভালোবাসার আস্ফালন উগড়ে দেয় গলাভর্তি বমি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।