আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞাপনে প্রলোভন, ইউনিলিভারের বিরুদ্ধে রুল

এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ সম্প্রতি এই রুল জারি করে।
স্বরাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব,  পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, গুলশান থানার ওসি এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আবদুল মতিন ও আসাদুজ্জামান নামের দুই আইনজীবী হাই কোর্টে এই রিট আবেদন করেন। গত রোববার আদালতে তাদের পক্ষে শুনানি করেন মো. তাওহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

ওইদিনই আদালত রুল জারি করে।
তাওহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডবিধির ২৯৪(বি) অনুসারে কোনো পণ্যের বিজ্ঞাপনে টাকা বা অন্য কোনো দ্রব্যের প্রলোভন দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ। আইনের এই বিধান লঙ্ঘণ করে লাক্স বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে।
“সম্প্রতি লাক্সের একটি বিজ্ঞাপনে হিরার লকেটের প্রলোভন দেখানো হচ্ছে। ‘লাক্স কিনে জিতে নিন হিরার লকেট’ শিরোনামে ওই বিজ্ঞাপনটি সংবাদপত্র, রেডিও ও টেলিভিশনেও তারা প্রচার করছে, যা তারা করতে পারেন না।


আইনের ওই ধারায় বলা হয়েছে, কোনো ব্যবসা-বাণিজ্যে ‘উৎসাহ দিতে’ বা পণ্য কিনতে ‘উদ্বুদ্ধ’ করতে, কোনো পণ্য ‘জনপ্রিয়’ করতে কুপন, টিকেট, সংখ্যা বা অন্য যে কোনো কিছুর বিপরীতে ‘যে নামেই হোক’ টাকা বা অন্য কিছুর প্রলোভন দেখানো শাস্তিযোগ্য অপরাধ।
এ ধরনের বিজ্ঞাপনদাতাদের ছয় মাসের কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় দণ্ডের সুযোগ দেয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তাওহিদ বলেন, “এভাবে আরো অনেক কোম্পানিই প্রলোভন দেখাচ্ছে। কিন্তু আমরা একটা কোম্পানির বিষয়ে মামলা করলাম। যাতে বাকিরাও সতর্ক হয়।


তিনি জানান, এর আগে তারা সব বিবাদীদের আইনি নোটিস দিয়েছিলেন। কিন্তু বিবাদীরা তার জবাব দেননি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.