রাষ্ট্রায়ত্ত মোবাইল কোম্পানি টেলিটকের টাওয়ার নির্মাণের সঙ্গে যুক্ত এই ব্যক্তিদের সোমবার বিকালে বাঘাইছড়ি থেকে অপহরণ করে দুর্বৃত্তরা।
রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহৃতদের মধ্যে টেলিটকের স্থানীয় প্রতিনিধি মন্টু চাকমাকে (৩৮) সোমবার রাতে ছেড়ে দেয়া হয়।
অপহৃত অন্যরা হলেন- সহকারী প্রকৌশলী আক্তার হোসেন (২৫), টেকনিশিয়ান মো. হেমায়েত হোসেন (২৬) ও মো. ইমরুল (২৭) এবং সহকারী টেকনিশিয়ান মো. সুজা (২৮)।
টেলিটক কর্মকর্তারা জানিয়েছেন, তারা কোম্পানির নিয়মিত কর্মী নন, অন্য একটি প্রতিষ্ঠানের হয়ে টাওয়ার নির্মাণের কাজ করছেন।
আমেনা বেগম বলেন, ওই চারজনকে উদ্ধারে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
তার ধারণা, অপহরণকারী পাহাড়ি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বাঘাইছড়ির মারিশ্যায় টেলিটকের টাওয়ার নির্মাণ হচ্ছে। ওই কাজ দেখতে গিয়ে বাঘাইছড়ি সদরে ফেরার সময় বারিবিন্দুঘাট এলাকায় একদল দুর্বৃত্ত তাদের তুলে নিয়ে যায় বলে ইউএনও জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।