আমাদের কথা খুঁজে নিন

   

রাঙামাটিতে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই

রাঙামাটি ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মধ্যরাতে শহরের তবলছড়ি এলাকায় রক্ষা কালি মন্দিরের পাশের দোকানগুলোতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
 
 
তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে সর্ম্পকে সঠিক কোন তথ্য জানা যায়নি।  
 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মধ্যরাতে কোন একটি দোকান থেকে প্রথমে আগুনের সুত্রপাত। আগুন লাগার সাথে সাথে চারদিকে ছড়িয়ে পড়ে। আর ফায়ার সার্ভিস আসার আগ মুহুতে ৯টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের গাড়ী আসার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও দোকানে থাকা মালামাল রক্ষা করা যায়নি।
 
 
ভয়াবহ এই অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ৯টি দোকানে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে দোকানের মালিকরা। এর মধ্যে একটি ইলেকট্রিক দোকান ও উমে রাখাইনের হস্তশিল্প প্রতিষ্ঠানের শো রুমের জন্য এসব মালামাল নিয়ে আসা হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.